নাটোরের বাগাতিপাড়ায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নাটোরের বাগাতিপাড়ায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আপডেট: ২০/১০/২০১৮, সময়: ১৭:১৩
বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম প্রধান অতিথি থেকে এ ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আঃ কাদিরের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান মুকুল প্রমুখ।