বড়াইগ্রাম ও গুরুদাসপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
এবারের উন্মুক্ত কৃষি প্রযুক্তি সম্ভারসহ ১২টি প্রদর্শনী ষ্টল মেলায় অংশ গ্রহণ করেছে। এরমধ্যে কৃষিতে ডিজিটাল সেবা, কৃষিতে যান্ত্রিকিকরণ, প্লান্ট ডাক্তার ক্লিনিক, নিরাপদ জৈব সার প্রস্তত কম্পানি ৩টি, নিরাপদ বীজ উৎপাদন ১টি, নিরাপদ মধু উৎপাদন ১টি, জয় কৃষি খামার ও ৪টি নার্সারী অংশ গ্রহণ করেছে। তবে এবারের মেলায় দর্শকদের নজর কেরেছে শষ্য দানায় বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।
ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, স্থানীয় সাংসদ পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের খান, কৃষক প্রতিনিধি এএইচএম কামাল প্রমুখ।


গুরুদাসপুর –
কৃষকের সাথে প্রযুক্তির মেলবন্ধন তৈরিতে নাটোরের গুরুদাসপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গতকাল রোববার বেলা ১০টায় কৃষি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নত বীজ, সার ও সেচের জ্বালানী সহজলভ্য করার পাশাপাশি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। কৃষকদের জন্যে প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান, প্রদর্শনী খামার স্থাপন করা হচ্ছে নিয়মিতভাবে।
কৃষিক্ষেত্রে গবেষণা কার্যক্রমও জোরদার করা হয়েছে। এর সুফল হিসেবে খাদ্য ঘাটতির দেশ থেকে আমরা খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, এমপি পুত্র আসিফ আব্দুল্লাহবিন কুদ্দুস শোভন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, মশিন্দা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে সহজ শর্তে কমসুদে ৫জন কৃষককে ৪লক্ষ টাকা কৃষি ঋণ দেওয়া হয়।
কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। মেলায় ১৩টি স্টল রয়েছে। অনুষ্ঠানটি উপস্থানায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান মুন্না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *