নাটোরে দুই অপহৃত উদ্ধার সহ ৬ অপহরনকারী গ্রেপ্তার

নাটোর অফিস ॥
নাটোরে একটি মাইক্রোবাসসহ ৬ অপহরনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাস থেকে অপহৃত ব্যাবসায়ী আক্তার হোসেন ও ফজের আলীকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে নাটোর শহরের বড়হরিশপুর এলাকা থেকে অপহরনকারীদের গ্রেপ্তারসহ ২ অপহৃতকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাবসায়ী আক্তার হোসেন নওগাঁর নিয়ামতপুর থানার গন্ধশাইল গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও ফজের আলী নওগাঁর মান্দা থানার মজিদপুর গ্রামের আরেজ আলীর ছেলে।  মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও অপহৃতরা জানান, ব্যাবসায়ী আক্তার হোসেন দ্বিতীয় স্ত্রী তার সাথে অভিমান করে ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় গিয়ে তার মায়ের সাথে থাকতে শুরু করে। গত ১৫ ফেব্রুয়ারী আক্তার হোসেন ও তার প্রতিবেশী ফজের আলী দুজনে আশুলিয়ায় স্ত্রীকে ফিরিয়ে আনতে যায় । সেখানে গিয়ে তারা প্রথমে আক্তার হোসেনের ভাতিজা আনোয়ার হোসেন পলাশের ভাড়া বাসায় ওঠে । সোমবার পলাশের মাধ্যমে একটি মাইক্রোবাস ভাড়া করে স্ত্রীর বাড়ীতে যাওয়ার সময় তারা দেখতে পায় গাড়ীতে আরো কয়েকজন বসে রয়েছে। এ সময় তারা গাড়ীতে কেন জানতে চাইলে আক্তার হোসেন ও ফজের আলীকে জোর করে গাড়ীতে তুলে নেয় অপহরনকারীরা। এরপর বিভিন্ন সড়ক ঘুড়ে নাটোর শহরের বড়হরিশপুরে একটি হোটেলে খাওয়ার জন্য নামলে অপহৃতরা নিজের বাঁচানোর জন্য চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস সহ সবাইকে থানায় নিয়ে আসে। এরপর দুইজন অপহৃতকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *