নাটোরে গোল-ই-আফরোজ সরকারী কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু

নাটোর: নয় কোটি টাকা ব্যয়ে সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ সরকারী কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ শৃরু হয়েছে। আজ রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে আয়োজিত নির্মাণ কাজের উদ্বোধন এবং নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত এক দশক ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষা অগ্রাধিকার খাত। উচ্চ শিক্ষার জন্যে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরী, দেশের সরকারী ও বেসরকারী পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো নির্মাণ, বছরের প্রথম দিনে সাড়ে চার লাখ শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে দেওয়া, অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির পরিধি বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন উল্লেখযোগ্য। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদ অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুর ফেরদৌস , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ,কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির প্রমুখ
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফারুকুজ্জামান জানান, পানি সরবরাহ, ওয়াশ ব্লক, বৈদ্যুতিক কাজসহ মোট ২০ হাজার ১৪২ বর্গফুটের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ আগামী দেড় বছরে সম্পন্ন হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *