ভেজাল গুড় উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

নাটোর অফিস ॥
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভেজাল গুড় প্রস্তুতকারী তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেছে। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় সাগর গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মো: সাগর হোসেনকে ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৫০,০০০/= টাকা, একই উপজেলার মোহরকয়া এলাকার মহাসিন গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মহাসিনকে একই অপরাধে ৭০,০০০/= এবং বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর বাজার এলাকার সেলিম গুড় ভান্ডারের স্বত্বাধিকারী আনোয়ারকে একই ধারার অপরাধে ৭০,০০০/= টাকাসহ এই তিন প্রতিষ্ঠানকে র্ মোট ১ লাখ ৯০,০০০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কতৃপক্ষ সচেতনতামুলক লিফলেট বিতরণ করে । অভিযানকালে এসব প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ৪৫০০ কেজি ভেজাল গুড় ,৭৬০০ লিটার সিরাপ,৭ কেজি হাইড্রোজ,২০ কেজি ফিটকিরি, ৩০ কেজি চুন ও ৩ লিটার,টেক্সটাইল রং ধ্বংস করা হয়। এছাড়া ১০০ বস্তা চিনি বাজারে বিক্রির নির্দেশ প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর তিন প্রতিষ্ঠানকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *