শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নাটোর অফিস॥
নাটোরে শহীদানদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, এনএইআই এর উপ পরিচালক শাহিনুর সিদ্দিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ,সাংবাদিক জালাল উদ্দিন প্রমুখ । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার আলোচনা সভার কার্যক্রম পরিচালনা করেন।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। শহিদ বুদ্ধিজীবীগণ দেশের জন্যে তাদের প্রাণ উৎসর্গ করেছেন। তাদের শূণ্যতা পূরণ হবার নয়। তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে পারলে স্বাধীনতা অর্থবহ হবে। উন্নয়নের কাংখিত গন্তব্য নিশ্চিত হবে।
দিবসটি উপলক্ষ্যে বিকেলে জেলার শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী এবং সন্ধ্যায় নাটোর প্রেসক্লাব আলোচনা সভার আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *