বাল্য বিয়েকে না বলে ৭০০ শিক্ষার্থীর শপথ

নাটোর অফিস ॥
নাটোরে ‘বাল্য বিয়েকে না, বলেছি ও বলবো’-উল্লেখ করে দৃপ্ত শপথ নিয়েছে ৭০০ শিক্ষার্থী। বাল্য বিবাহ প্রতিরোধে বৃহস্পতিবার সকালে শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের উপস্থিত ৭০০ শিক্ষার্থী বাল্য বিবাহ বিরোধী শপথ গ্রহন করে এবং বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাল্য বিবাহ শারিরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এই বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্থ হয় সমাজ ও রাস্ট্র। বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।
পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক , বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *