লালপুরে গৌরমতি আমসহ ৪৫০টি ফলের গাছ কেটেছে দুর্বৃত্ত

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে রাতের আঁধারে শত্রুতা করে ৪৫০টি গৌরমতি আমসহ অণ্যান্য ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি সোমবার (২১ নভেম্বর) রাতের কোন এক সময় উপজেলার বিজয়পুর গ্রামের সফল ফল চাষী কামরুজ্জামান লাভলুর বাগানে ঘটে। চাষী কামরুজ্জামান লাভলু বিজয়পুর গ্রামের বাসিন্দ। তিনি জানায়, কে বা কাহারা শত্রুতা করে রাতের আঁধারে তার ফল বাগানের ছোট বড় ৪৫০টা গৌরমতি আমসহ অণ্যান্য ফলের গাছ কেটে রেখে যায়। পরে মঙ্গলবার সকালে তিনি জমিতে গিয়ে কাটা গাছ দেখতে পায়। এতে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে খবর পেয়ে সকালেই তার ফলের বাগান পরিদর্শন করে অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *