নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

নাটোর অফিস॥
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’-প্রতিপাদ্য বিষয়ে আজ বৃহস্পতিবার জেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ দেশের পরিচয়ে বাংলাদেশ আর এখন পরিচিত নয়। সতর্ক ব্যবস্থার উন্নয়ন, আধুনিক উদ্ধারকর্মী দলের সক্রিয় অবস্থান, আশ্রয়কেন্দ্র নির্মাণ ইত্যাদি প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জুবায়দা সুলতানা, শিক্ষাবিদ সুবিধ কমার মৈত্র প্রমুখ।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে আটটায় নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন সহ¯্রাধিক শিক্ষার্থী। এছাড়া কালেক্টরেট ভবন চত্বরে র‌্যালী বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *