নাটোরে টেকসই নগর গড়ার প্রত্যয়ে বিশ্ব বসতি দিবস পালন

নাটোর অফিস॥
‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’ প্রতিপাদ্য বিষয়ে আজ সোমবার জেলায় বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মিটিয়ে শ্রেণী বৈষম্য হ্রাস করে টেকসই শহর গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পরিবেশ, চলাচল, জলাশয়, দুর্যোগ ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে পরিকল্পিত শহর নির্মাণ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম এবং কাওসার আহমেদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *