নাটোরে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা

নাটোর অফিস॥
মানবাধিকার সমুন্নত রাখতে রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল দশটা থেকে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় আটটি জেলার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নেতৃবৃন্দ দিনব্যাপী সভায় অংশগ্রহন করেন।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নাটোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওহাব এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর এডভোকেট আমজাদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জের এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, বগুড়ার জিল্লুর রহমান, নওগাঁর কিউ এম সাঈদ টিটো, সিরাজগঞ্জের রফিক সরকার, পাবনার আব্দুর রউফ এবং জয়পুরহাটের এডভোকেট সালামত আলী। নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের পরিপূরক সুশাসন। আর এই সুশাসন নিশ্চিত করতে মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখতে হবে। এই লক্ষ্যে দেশের সকল জেলায় চার দশকের অধিক সময় ধরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজ করে যাচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।
আটটি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের পারস্পরিক মতবিনিময় সভার মাধ্যমে সংস্থার কার্যক্রম আরো শাণিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *