উত্তরা গণভবন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নাটোর অফিস ॥
নাটোরে উত্তরা গণভবন জলাশয়ে (লেকে) মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার বেলা ১১টায় নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই সুফল প্রাপ্তিতে এগিয়ে আছে মৎস্য খাত। সারাবিশ্বে বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে চতুর্থ এবং মৎস্য উৎপাদনের হার বৃদ্ধিতে দ্বিতীয়। পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে দেশের মানুষের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন জানান, রাজস্ব খাতের আওতায় নাটোর সদর উপজেলার ১২টি নির্বাচিত জলাশয়ে আজ মোট ৩৩৯ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। উপজেলা জলাভূমি নির্বাচন ও পোনা মাছ সংগ্রহ কমিটি সভায় এসব জলাশয় মনোনীত করা হয়।
জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান, রোববার থেকে শুরু হওয়া কার্যক্রম আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই কার্যক্রমের আওতায় জেলায় দুই টন পোনা অবমুক্ত করা হবে। বছর শেষে ২০ টন অতিরিক্ত মাছের উৎপাদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *