সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের কার্যক্রম শুরু

নাটোর অফিস॥
নাটোর আধুনিক সদর হাসপাতালে অসংক্রমক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনে এই কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান।
অতিরিক্ত সচিব বলেন, দেশে ৬৭ শতাংশ রোগী অসংক্রামক রোগে মারা যায়। ২০৩০ সালের মধ্যে এক-তৃতীয়াংশ মৃত্যু কমিয়ে আনতে সরকার কাজ করছে। পদক্ষেপ হিসেবে দেশের নাটোর সদর হাসপাতালসহ ১৫টি জেলা হাসপাতাল, সাতটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয়েছে।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় জানান, জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে যে কোন ব্যক্তি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস্ রোগের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন করবেন এই কেন্দ্রে । অসুস্থ্য ব্যক্তিকে বিনামুল্যে এক মাসের ্ওষুধ প্রদান করা হবে। পর্যায়ক্রমে এ্যাজমাসহ অন্যান্য রোগের নিবিড় চিকিৎসা সেবা এই কেন্দ্র থেকে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *