জাল নোট প্রতিরোধে সচেতনতা মুলক ওয়ার্কশপ

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে ও সোনালী ব্যাংক লিঃ গুরুদাসপুর শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নাটোর -৪ আসনের সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপপরিচালক এ.এম হায়দার, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শাহিনুর ইসলাম, এছাড়া স্থানীয় সকল ব্যাংকের ব্যাবস্থাপক ও অন্যান্য ব্যাংক কমকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *