নলডাঙ্গায় পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় বাবাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলে মোরশেদুল ইসলাম (৩৯)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মোরশেদুল ইসলাম (৩৯) উপজেলার ভট্টপাড়া গ্রামের আফছার আলী মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা লিখে না দেওয়ায় মোরশেদুল ২০১৮ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাবার শয়ন কক্ষে গিয়ে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধে হত্যা করে সে। এঘটনায় মামলা হলে পরদিন ১১ আগস্ট আসামি মোরশেদুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আসামির বোন আর্নিকা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ১১ আগস্ট মামলাটি দায়ের করেন। জমিজমা লিখে না দেওয়ায় শ্বাসরোধে বাবাকে হত্যার অভিযোগে মামলায় তিনি দাবি করেন, তার ভাই মোরশেদুল দীর্ঘদিন ধরে বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ ও ভয়ভীতি ছাড়াও মারধর করত। এ নিয়ে স্থানীয় সালিশ বৈঠক হলেও এর কোনো কর্ণপাত করেননি মোরশেদুল। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিল উদ্দিন। শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদন্দ এবং ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশের আদেশ দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমূল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *