পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে মোঃ ফরুদ ইসলাম (২০) নামের এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মসজিদ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মোঃ ভুট্টু প্রাং এর ছেলে। নিহত শিক্ষার্থী ফরুদ ইসলাম ওই এলাকার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানাযায়, রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ফরুদ ইসলাম। ফরুদ ইসলামের মৃগী রোগ ছিলো। গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দুপুর আনুমানিক ২টার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় এক ব্যক্তি। গোসল করতে গিয়ে তার পায়ের সাথে ফরুদের মরদেহ বেঁধে যায়। পরে তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে সকলেই ধারণা করছেন মৃগী রোগে আক্রান্ত থাকার কারণে গোসল করতে গিয়ে ডুবে যায় ফরুদ ইসলাম।
চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল মতিন জানালেন, পানিতে ডুবে একজন মারা গিয়েছে এমন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে তিনি রওনা হয়েছেন। সরেজমীনে গিয়ে মুল ঘটনা জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *