চলনবিলের ২ হাজার মিটার অবৈধ বানার বেড়া অপসারণ

নাটোর অফিস॥
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার বানার বেড়া অপসারণ করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চলন বিলের দমদমা-জোলারবাতা এলাকায় অভিযান চালিয়ে এই ২ কিলোমিটার অবৈধ বানার বেড়া অপসারণ করে ধ্বংস করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রউফ এর নেতৃত্বে চলনবিলে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য ঘুরে দেখেন মৎস্য অধিদপ্তরের জেলা-উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এসময় প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আটক করে তিশিখালী এলাকায় পুড়িয়ে দেয়া হয়। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রচার-প্রচারণা চালানো হয়।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *