বৈদ্যুতিক তারে বসা কবুতর ধরতে গিয়ে প্রাণ হারালেন নিরাপত্তা কর্মী

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক তারে বসা কবুতর ধরতে গিয়ে তারেক বাবু (২০) নামে স্থানীয় এক অটো ইটভাটার নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাচুটিয়া এলাকায় বনলতা অটো ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। তারেক বাবু দিনাজপুরের নবাবগঞ্জন থানার মধ্যমমাগুড়া গ্রামের আজাদ আলীর ছেলে। তিনি ম্যাকসন সিকিউরিটি কোম্পানির হতে নিয়োগ প্রাপ্ত হয়ে বনলতা অটো ইটভাটায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদ আলী ভাটা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, প্রতিরাতেই কিছু কবুতর ইটভাটা সংলগ্ন ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে রাত্রী যাপন করে। তারেক বাবু সেগুলো ধরার জন্য মনস্থির করেন। সেই মোতাবেক গত রাত দুইটার দিকে পোল বেয়ে তারে বসে থাকা কবুতর ধরতে যায় তারেক বাবু। এসময় তিনি আকষ্মিক বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি আরও জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার কারন অনুসন্ধান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *