
নাটোর র্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আদ্দাম আলী(২২) রাজশাহীর পুঠিয়া থানার ভাড়রা এলাকার রুস্তম আলীর ছেলে।
আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব অফিসের একদল সদস্য বুধবার বিকেলে বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আদ্দামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পুতুল ও সীমসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
আদ্দাম একজন মাদক ব্যবসায়ী এবং সে ওই সময় ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে-দাবী করেন আজমল হোসেন।



