সিংড়ার ইউএনওসহ কৃষি কর্মকর্তাদের পরিবেশ কর্মীর বাগান পরিদর্শন

নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় ইউএনওসহ কৃষি কর্মকর্তাদের একটি দল পরিবেশ কর্মী ও সাংবাদিক সাইফুল ইসলামের ফল বাগান পরিদর্শন করেন। মঙ্গলবার পৌর শহরের চলনবিল গেট এলাকায় অবস্থিত আম বাগান পরিদর্শন করে নাম না জানা নতুন জাতের আম সংগ্রহ করে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। উপজেলা উদ্যান নার্সারিতে মা গাছ করার জন্য সেই গাছের সায়ন সংগ্রহ করে স্থানীয় কৃষি বিভাগ।
বাগান পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফী ও হারুন অর রশিদ, পরিবেশ কর্মী আব্দুর রশিদ প্রমূখ।
সাইফুল ইসলাম বলেন, ২০১২ সাল থেকে চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ আন্দোলনের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন রাস্তা ঘাটে বৃক্ষ রোপন করে যাচ্ছেন।একই সাথে তার নিজস্ব ভিটায় গড়ে তুলেছেন আম সহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *