নাটোর বাজারে শনিবার থেকে আসছে গোপালভোগ!

নাটোর অফিস॥
নাটোরের বাজারে গোপালভোগ আম আসছে শনিবার থেকে। রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে নিরাপদ পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০ মে থেকে নাটোরে গোপালভোগ আম বাজারে আসবে। এছাড়া নিরাপদ লিচু পাওয়া যাবে ২৫ মে থেকে। ওই দিন লিচু গাছ থেকে সংগ্রহ শুরু হবে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে জেলা প্রশাসক শামিম আহমেদএই সিদ্ধান্তের কথা জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল রহমান মোহসিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাহমুদুল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, আম চাষী সেলিম রেজা প্রমুখ। ্
সভায় জাননো হয় ২০ মে থেকে গোপালভোগ আম বাজারে আসার পর ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে ক্ষীরসাপাত, ৫জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে হাড়িভাঙ্গা, ফজলী ও আম্রপালি, ৩০জুন মল্লিকা আম, ১০জুলাই বারি আম-৪, ১৫ জুলাই আশ্বিনা, ১৫ আগষ্ট গৌরমতি আম সংগ্েরহর সময় নির্ধারণ করা হয়েছে। অপরদিকে মুজাফফর জাতের লিচু সংগ্রহ ইতিমধ্যে শুরু হলেও ২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়। এই সময়সূচীর আগে কোন জাতের আম ও লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *