নাটোরে ঈদের প্রধান জামাত হবে সকাল সোয়া ৭ টায়

নাটোর অফিস॥
নাটোরে এবার ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৭-১৫ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে(সাবেক কাচারী মাঠ) অনুষ্ঠিত হবে। জেলায় ঈদগাহ মাঠ সহ মসজিদগুলোতে ঈদ নামাজ আয়োজন করা হবে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়,শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ঈদ-উল-ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ওই মাঠে সকাল ৮-১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে, বিকল্প ব্যবস্থা হিসেবে ৭-৪৫ মিনিটে কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিনে জাতীয় পতাকা উত্তোলন, ঈদগাহ ময়দানের প্রস্তুতি ও সাজসজ্জা, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা, আতশবাজি বন্ধ এবং উচ্চ শব্দে ও যাহবাহনে গানবাজনার আয়োজন না করার নির্দেশনা প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়েও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠু, সুন্দর ও যথাযথ মর্যাদায় উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন সভার সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এনএসআই এর উপ পরিচালক নুরুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, মুফতি আরিফুল ইসলাম প্রমুখ।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *