নাটোরে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদন্ড

নাটোর অফিস ॥
নাটোরে ইয়াবা ও হেরোইন বিক্রির দায়ে ওমর ফারুক (৩৪) নামে এক মাদক বিক্রেতার ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওমর ফারুক বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০১৮সালের অক্টোবর মাসে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বাগডোব এলাকায় মাদক বিরোধি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মোটরসাইকেল সহ ওমর ফারুককে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০০পিচ ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে তারা। পরে এসআই মামুন হোসেন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে বিচারক বুধবার দুপুরে ওমর ফারুককে ১০ গ্রাম হেরোইন রাখার দায়ে ১০ বছর এবং ইয়াবা রাখার জন্য ৩বছরের কারাদন্ডাদেশের আদেশ দেন। পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু ১০ বছর সাজার সময়েই ৩ বছর সাজা একই সাথে চলবে। ফলে ১৩ বছর দন্ডপ্রাপ্ত আসামীকে মোট ১০ বছরের দন্ডাদেশ খাটতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *