মাদ্রাসা মোড় থেকে ৩ ছিনতাইকারী আটক

নাটোর অফিস ॥
নাটোরে রমিজুল ইসলাম (২২), আল আমিন (১৯) ও মামুন হোসেন (২২) নামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।সোমবার সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর একদল সদস্য। এসময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। আটককৃত রমিজুল ইসলাম সদর উপজেলার বড়বাড়িয়া হাটুপাড়া এলাকার আবু তালেবের ছেলে, আল আমিন সিংগারদহ গ্রামের মহরম আলীর ছেলে এবং মামুন হোসেন একই গ্রামের বিরাজ হোসেনরে ছেলে।
সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তারা পরস্পরের সহায়তায় যোগাযোগ ও পরিকল্পনা করে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মোবাইল ও সিএনজি ছিনতাই করে আসছে। তারা গত ৩০ মার্চ রাত্রি ১০ টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকায় সিএনজি চালক রমজান আলীর সিএনজি ৪০০ টাকায় ইব্রাহিমপুর যাওয়া আসার জন্য ভাড়া করে। তারা গন্তব্যে যাওয়ার পথে লক্ষীপুর পান্নার মোড় অতিক্রম করে ফাঁকা রাস্তায় সিএনজির ওই তিন আরোহী চালক রমজানকে গাড়ী থামাতে বললে সে গাড়ী না থামিয়ে দ্রুত চালাতে থাকে। এসময় ছিনতাইকারী দলের এক সদস্য পিছন থেকে এসে চালক রমজানের পাশে বসে পেটে চাকু ধরে এবং তাকে জীবন নাশের হুমকি দেয়। এসময় চালক সিএনজি দাড় করালে ছিনতাইকারীরা তার নিকট হতে টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে চালক রমজান আলী (৪১) র‌্যাব নাটোর ক্যাম্পে অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভিকটিম এর ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাইকারীদেরকে হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *