জেন্ডার একশান প্লানের লক্ষ্য পূরণে কর্মশালা

 

নাটোর অফিস॥
জেন্ডার একশন প্লানের লক্ষ্য পূরণে নাটোরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর জেন্ডার এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট (যুগ্ম সচিব) মাহবুবা ফারজানা। জেলা প্রশাসক শামীম আহমেদ কর্মশালায় সভাপতিত্ব করেন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করছে। এক্ষেত্রে জ্ঞান আহরণ, দক্ষতা উন্নয়ন এবং অর্থ উপার্জনের সক্ষমতা তৈরীর মাধ্যমে নারীর ক্ষমতায়নের কোন বিকল্প নেই। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সারাদেশে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে। এই কর্মসূচীর মাধ্যমে মধ্য ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়নেও কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। সরকার প্রদত্ত সকল সুযোগ গ্রহন করে উন্নত বাংলাদেশ গঠনে সকলের অংশগ্রহন প্রত্যাশা করেন প্রধান অতিথি।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোল্লা মোঃ কলিম উদ্দিন, নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *