গুরুদাসপুরে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায় আহত-৪

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গুরুদাসপুরে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায়  ৪ জন আহত হয়েছে। এরমধ্যে রিপন (৩৮) নামে গুলিবদ্ধ একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধা ৬টার দিকে ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় খবর পেয়ে আহতদের দেখতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
স্থানীয় সূত্রে জানাযায়, খাকড়াদহ গ্রামের রিপন আলী ও হাবিব মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার ও গুলি বর্ষন করা হয়। ঘটনাস্থলেই ধারাবারিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন সমর্থকের রিপন আলী (৩৮) নামে একজন গুলি বৃদ্ধ হয়। এছাড়াও মকলেছুর রহমান (৪০), হেলাল (৪৫) দেশীয় অস্ত্র ফালার আঘাতে গুরুত্বর আহত হয়। অপরদিকে হাবিব মন্ডল সমর্থকের আরিফ হোসেন (৩২) ফালার আঘাতে গুরুত্বর আহত হয়েছে। গুলি বৃদ্ধ রিপনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্য তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন ইসলাম জানান, রিপন নামের রোগীর পায়ে হাত দিয়ে বুলেট পাওয়া যাচ্ছিলো। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *