বড়াইগ্রামে জনসেবার মানবৃদ্ধি বিষয়ক কর্মশালা

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে জনসেবার মানবৃদ্ধি, অফিসের কাজের গতি তরান্বিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল সিষ্টেমের বিভিন্ন অ্যাপস ব্যবহারের কৌশল বিষয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারী, ইউপি সচিব, মেম্বার ও উদ্যোক্তাদের দুইদিন ব্যাপি কর্মশালা সম্পন্ন হয়েছে। স্থাণীয় সরকারের অর্থায়নে জাইকার সহায়তায় সক্ষমতা বৃদ্ধিমূলক উপ-প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।
সহকারী প্রোগরামার আব্দুর রহমান আনছারীর পরিচালানায় উপজেলার বনপাড়া কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মারিয়াম খাতুন, সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরজুমা আখতার আমিনসহ দুই ব্যাচের ৭০ জন প্রশিক্ষনার্থী। উল্লেখ্য, দুই ব্যাচের এই প্রশিক্ষণ শুরু হয় সোমবার, প্রথম ব্যাচের মঙ্গলবার ও দ্বিতীয় ব্যাচের কর্মশালা শেষ হয় বৃহস্পতিবার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *