এবার বন্ধ হলো আজিমনগর রেলওয়ে স্টেশন!

নাটোর অফিস॥
জনবল সংকটের কারনে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ের স্টেশনের (সাবেক গোপলপুর স্টেশন ) সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আজিমনগর রেলওয়ে স্টেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুস্তাফিজুর রহমান নাঈম স্টেশন বন্ধের সত্যতা নিশ্চিত করে জানান,‘জনবল সংকটের কারনে বৃহস্পতিবার সারা দেশের ৪টি স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। ইতিপুর্বে নাটোর জেলার মধ্যেকার ১২ টি রেলওয়ে স্টেশনের মধ্যে বীরকুৎসা, নলডাজ্ঞা, বাসুদেবপুর, লোকমানপুর,মালঞ্চি ও ইয়াছিনপুরসহ ৬টির কার্যক্রম বহু আগেই বন্ধ করা হয়েছে। এবার আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ করা হলো।
এদিকে ব্রিটিশ আমলের এই ঐতহ্যবহি স্টেশনটির কার্যক্রম বন্ধ ঘোষনা করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয় ব্যক্ত করেছেন এলাকার মানুষ। এলাকাবাসী জনগুরুত্বপুর্ন স্টেশনটি পুনরায় চালুর দাবি করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *