গুরুদাসপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন

গুরুদাসপুর প্রতিনিধি
গুরুদাসপুরে কঠোরভাবে পালিত হচ্ছে প্রথম দিনের লকডাউন। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে কঠোর নজরদারি চলছে। অন্য যেকোনো দিনের তুলনায় পৌরসদরে লোকসমাগম অনেকটা কম। জরুরি প্রয়োজনে কিছু মানুষ ঘর থেকে বের হলেও গণপরিবহন, মার্কেট ও বিপনি বিতান বন্ধ রয়েছে।
পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করছে।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকেই উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনী মাঠে তৎপরভাবে কাজ করছে। গুরুদাসপুর পৌর শহরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচলে লকডাউনের নির্দেশ বাস্তবায়ন করতে দেখা গেছে। অকারণে কেউ যানবাহন নিয়ে বের হলে তাদের বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। কেউ লকডাউনের নির্দেশ অমান্য করলে বাধ্য হয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে গুরুদাসপুর পুলিশ প্রশাসন,উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত আইনশৃংখলাবাহিনী মাঠে তৎপর রয়েছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে তল্লাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ও পরিচালনায় করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে লকডাউনের সকল রকম নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সকলে সহযোগিতা করলে লকডাউন বাস্তবায়নসহ করোনা মোকাবেলায় সহজ হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *