নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র শফির উদ্দিন আর নেই

নাটোর অফিস॥

নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র শফির উদ্দিন মন্ডল (৭০) আর নেই। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে-ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। শফির মন্ডল বর্তমান মেয়র মনিরুজ্জামানের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত ১০টার সময় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।পারিবারিক সুত্র জানায়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নলডাঙ্গা পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে (নৌকা প্রতীক) বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালের ৮ জানুয়ারী শপথ গ্রহণ শেষে তৃতীয় শ্রেনীর পৌরসভার দায়িত্ব ভারগ্রহণ করেন তিনি। এরপর এক বছরের মাথায় নলডাঙ্গা পৌরসভাকে দ্বিতীয় শ্রেনীতে উন্নীতকরন, নলডাঙ্গারহাটে গরুর হাট অনুমোদন, পৌরসভার নিজস্ব ভবন নির্মানে জায়গা অধিগ্রহনসহ সড়ক নানা অবকাঠামো নির্মাণ এবং পৌরসভার রাজস্ব উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করেন। এরপর দুই বছরের মাথায় স্ট্রোক জনিত কারনে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তাকে রাজশাহী, ঢাকা ও ভারতে উন্নত চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা হয়। এরপর মাঝে মধ্যেই অসুস্থ্য বোধ করতেন। পাশাপাশি শারীরিক অসুস্থ্য অবস্থায় তিনি মেয়াদকালীন সময় পর্যন্ত সুষ্ঠ ভাবে দায়িত্ব পালন করেন। পরে বেশ কিছুদিন ধরে তার শারিরীক অবস্থান অবনতি ঘটে। অবশেষে সোমবার বিকেলে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং নলডাঙ্গা উপজেলার ৫টি ইইনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ, নলডাঙ্গা প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *