নাটোরে প্রকাশ্যে গুলি করে কৃষক হত্যাঃ ৫ আসামীর ফাঁসি ; ২ জনের যাবজ্জীবন।

নাটোর: নাটোরের সিংড়ায় আব্দুল কাদের দুদু হত্যা মামলায় ৫জনের ফাঁসি ও ২জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়া জজ সাইফুর রহমান সিদ্দীক এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলো, সিংড়া উপজেলার বিয়াস গ্রামের মোজাহার আলীর ছেলে হাফিজুর রহমান, খলিরুর রহমানের ছেলে বুলু, খবির উদ্দিনের ছেলে খলিল, রহেদের ছেলে মজিবর ও মনির হোসেন গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর বিলহরিবাড়ী এলাকার আবুলের ছেলে। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলো, গুরুদাস পুর উপজেলার বয়েন উদ্দিনের দুই ছেলে আব্দুল হাকিম ও নজরুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারী ভোরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল কাদের দুদুকে আসামী বুলুর সাথে দেখা করার কথা বলে প্রতিবেশী নজরুল ও হাফিজুর ডেকে নিয়ে যায় । তারা আব্দুল কাদেরকে বিয়াস বাজারে একটি গাছের সাথে বেধে রেখে নির্যাতন করে। এসময় খবর পেয়ে কাদেরের স্ত্রী জয়নব বিবি ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহায়তায় স্বামীকে বেঁধে রাখার কারন জানতে চান। মামলার দন্ডপ্রাপ্ত আসামীরা নির্মানাধীন একটি হাসপাতালের কন্সট্রাকশন কাজের জন্য দুদুর করা চাঁদাবাজীর মামলার কথা বলে। এসময় তারা প্রকাশ্যে কাদেরকে গুলি করে মারার হুমকি দিয়ে সাথে সাথে গুলি করেন। এতে ঘটনাস্থলেই দুদুর মৃত্যু হয় ।
এ ঘটনায় দুদুর স্ত্রী জয়নব বিবি বাদী হয়ে বুলুসহ ৯ জনকে আসামী করে ওইদিন দুপুরে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর ধরে মামলায় উভয়পক্ষের শুনানীর মাধ্যমে রোববার ৫ জনকে মৃত্যুদন্ড ও ২ জনকে যাবজ্জীবন দন্ডাদেশ দিলো আদালত। অপর দুই আসামীর মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটার সিরাজুল ইসলাম ৫জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *