বড়াইগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড

নাটোর অফিস ॥
নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে তিনটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি দোকানের প্রায় ২৫০টি সিলিন্ডার ও হাজার লিটার ডিজেল পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী দোকান মালিকদের।
বনপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌখাড়া বাজারের সুজন এন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডার ও ডিজেল বিক্রয়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটে। মুহুর্তে আগুন পাশের একই ধরনের দোকান আল মামুন এন্টারপ্রাইজ এবং শাহমখদুম এন্টারপ্রাইজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পড়ে নাটোর ও ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই তিনটি দোকানের প্রায় ২৫০টি গ্যাস সিলন্ডার ও এক হাজার লিটার ডিজেল পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *