সিংড়ায় তরমুজ ব্যবসায়ী মারফত খুন ॥ বাচ্চু ঘটক আটক

নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় বাচ্চু ঘটক নামে এক ক্রেতার ছুরিকাঘাতে মারফত আলী (৫০) নামে তরমুজ ব্যবসায়ী নিহত হয়। তরমুজ কেনার সময় দাম নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে বাচ্চু ঘটক ব্যবসায়ী মারফতকে ছুরিকাঘাত করে। শুক্রবার দুপুরে উপজেলার সাতপুকুরিয়া বাজারে এই খুনের ঘটনা ঘটে। নিহত তরমুজ ব্যবসায়ী মারফত আলী উপজেলার ইন্দ্রাসন গ্রামের মৃত খুরু মোল্লার ছেলে। অপরদিকে ক্রেতা বাচ্চু ঘটক একই গ্রামের মৃত নছুর মোল্লার ছেলে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাচ্চু ঠাকুরকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া বাজারের যাত্রি ছাউনিতে তরমুজ ব্যবসায়ী মারফত আলীর কাছে তরমুজ কিনতে যায় বাচ্চু ঘটক। এসময় তরমুজের দাম নিয়ে ব্যবসায়ী মারফতের সাথে বাচ্চু ঘটকের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বাচ্চু ঘটক তরমুজ কাটার ছুরি দিয়ে মারফতকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মারফতকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে চলনবিলের মধ্যে থেকে বাচ্চু ঘটককে আটক করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত বাচ্চু ঘটককে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *