নাটোরে গণহত্যা দিবস পালন

নাটোর অফিস॥
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে নাটোর জেলা সদর, বড়াইগ্রামসহ বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ পরিচালক মোঃ গোলাম রাব্বী, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাজেদুর রহমান খান, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর সার্কেলের এএসপি মোঃ মোহসিন প্রমুখ। এদিকে
দিবসটি উপলক্ষ্যে একই সময়ে জেলার গুরুদাসপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস এমপি। ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মেয়র মো. শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যানদ্বয় মো. আলাল শেখ ও রোকসানা আক্তার, এসিল্যান্ড মো. আবু রাসেল, কৃষি অফিসার হারুন অর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক রুহুল করিম তুহিন আব্বাসী, সাংবাদিক এম এম আলী আক্কাছ প্রমুখ। নলডাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন প্রমুখ। বড়াইগ্রামে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া কলি বক্তৃতা করেন। এসময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। একই সময়ে জেলার লালপুর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া ও সিংড়া উপজেলায় গণহত্যা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনা সভায় মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের কৃতজ্ঞতায় স্মরণ করে তাদের আত্মার শান্তির লক্ষ্যে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে গণহত্যা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচী হাতে নেয়া হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে সন্ধ্যার দিকে শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে সম্মিলিত ভাবে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। এরপর নাটোর প্রেসক্লাব চত্বরে গণহত্যার ওপর আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রর্দশন করা হবে। রাত ৯টায় এক মিনিটের জন্য সমগ্র জেলা জুড়ে ব্লাক-আউট কর্মসুচী পালন করা হবে। এছাড়া সুবিধা জনক সময়ে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতা ও প্রার্থনা করা হবে।

 

 

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *