নাটোরে সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার দাবিতে মানববন্ধন

নাটোর অফিস ॥
নাটোরে সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগিরা। রোববার সকালে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে অভিযোগ করা হয়,সাবেক ক্রিড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকার একজন সুদ ব্যবসায়ী সোহেল সরকারের নেতৃত্বে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ,রুয়েরভাগ ও চন্দ্রকোলাসহ আশের পাশের গ্রামে সুদি বাহিনী গড়ে উঠেছে। এই চক্রটি ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে এসব এলাকায় সুদের কারবার করে আসছে। তাদের অত্যাচার নির্যাতনে এসব এলাকার নিরিহ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। ২০ হাজার টাকা সুদ নিলে আদায় করা হচ্ছে লাখ টাকা। প্রতিবাদ করলে মারপিট করা সহ নানা ভাবে নির্যাতন ও অত্যাচার চালানো হয়। মামলা করেও মিলছেনা কোন প্রতিকার। ফলে ভুক্তভোগীরা অসহায় জীবন কাটাচ্ছে। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে শতাধিক নির্যাতিত ও ভুক্তভোগী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ওমর আলী, মেরিনা খাতুন, জিল্লুর রহমান,আকছেদ আলী প্রমুখ।
সোহেল সরকার সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট ,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তার পরিবারের সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রমুলক এই মিথ্যাচার করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *