বাগাতিপাড়ায় শিশুদের ডে কেয়ার সেন্টার ‘স্নেহ’র কার্যক্রম শুরু

নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় শিশুদের জন্যে ডে কেয়ার সেন্টার ‘স্নেহ’র কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার বাগাতিপাড়া উপজেলা অফিসার্স ক্লাব পরিচালিত সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার বলেন, উপজেলা পর্যায়ে শিশুদের জন্যে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম চালু করা প্রশংসার দাবি রাখে। এর ফলে চাকুরীজীবী মা’দের কর্মস্থলে মানসিক স্বস্তি আসবে। তাদের কাছ থেকে খুব সহজেই কাংখিত সেবা পাওয়া যাবে ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,জেলা পরিষদের নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ হোসেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বাগাতিপাড়া উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি প্রিয়াংকা দেবী পাল,সহকারি কমিশনার (ভুমি)বাগাতিপাড়া উপজেলা নিশাত আঞ্জুম অনন্যা,উপজেলা পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল প্রমুখ।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বাগাতিপাড়া উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি প্রিয়াংকা দেবী পাল জানান, দুইজন কেয়ারটেকারকে আউটসোর্সিং এর ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। শিশুদের সার্ভিস চার্জ এবং উপজেলা প্রশাসনের অর্থায়নে এই ডে কেয়ার সেন্টার ‘¯েœহ’ পরিচালিত হবে।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাকিয়া সুলতানা বলেন, অফিস ছাড়াও অনেক সময় অফিসের কাজে তাকে বাইরে যেতে হয়। ডে কেয়ার সেন্টার চালু হওয়ায় আমার দুই সন্তানের অবস্থান আমাকে মানসিক প্রশান্তি দেবে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের অনুকরণে জেলার অন্যান্য উপজেলা প্রশাসন ‘¯েœহ’ আদলে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম চালু করলে চাকুরীজীবী মায়েরা উপকৃত হবেন। প্রতিটি উপজেলাসহ জেলার অন্যান্য দপ্তর এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *