আন্দোলনের কৌশল হিসেবেই বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে – দুলু

নাটোর অফিস॥
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন , বাংলাদেশের তর্মকান্ড যেভাবে চলছে তা গণতন্ত্রের জন্য উপযোগী নয়৷ বর্তমানে দেশে যা চলছে সেটা এই মুহূর্তে আমরা যাঁরা বিরোধী দল করছি বা ভিন্ন মত পোষন করছি, আমরা আমাদের কথা বলতে পারছি না৷ আমাদের সভা, সমিতি, সমাবেশ – এ সব করতে দেয়া হয় না৷ যদিও এখন একটি পৌরসভার নির্বাচন দেয়া হয়েছে, সারা দেশে সেটা দলীয় প্রতীকে করতে বলা হয়েছে৷ আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি৷ কিন্তু আমাদের প্রার্থীরা ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া হয়েছে৷ সেই মামলাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত তাড়া করছে, গ্রেপ্তার করছে৷একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে, যা গণতন্ত্রের জন্য একবারেই উপযোগী নয়৷আমাদের তো ফল পক্ষে আনার বিষয় নেই৷ অতীতে যে ক’টা নির্বাচন এই সরকারের অধিনে হয়েছে, তা থেকে তো আমরা দেখেছি যে এতে করে নির্বাচনের ফলাফল কী হবে৷ কিন্তু আমরা যেহেতু একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাই আমরা মনে করেছি যে, এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করাটাই সবচাইতে উপযুক্ত কাজ৷ আর সে কারণেই আমরা নির্বাচনে গেছি৷ আন্দোলনের কৌশল হিসেবেই পৌর নির্বাচনে বিএনপি।
শনিবার রাত ৮ টায় শহরের বড়গাছা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর পৌর শাখার এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । শহর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আলমামুন এমদার সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র বাবুল চৌধুরী,প্রার্থী বিএনপি নেতা সুজাউল মতিন , নাসিম খাঁন প্রমূখ ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *