বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের ৯০ ব্যাচের পূনর্মিলনী

  1. নাটোর অফিন
    বড়াইগ্রাম উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের এসএসসি-১৯৯০ সনের ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ মাঠে বন্ধুত্বের বন্ধনে ব্যাচ-৯০ এর আয়োজন করে।
    বন্ধুদের পরিবার ও কর্মক্ষেত্রের পরিচয়, স্মৃতি চারণ, প্রাক্তন ১০জন শিক্ষককে সংবর্ধনা, অভিজ্ঞতা বিনিময়, পরিবারের নতুন অতিথিদের গান, কবিতা, নাচ ও সাংস্কৃতিক প্রতিযোতার মধ্যদিয়ে দিনব্যাপি চলে অনুষ্ঠান।
    স্মৃতিচারণের সময় বন্ধু-বান্ধবীরা একত্রে ফিরে যায় সেই কৈশরে। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
    কলেজ অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তৎকালীন প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) গৌরপদ মন্ডল। অনুষ্ঠানটির অ্যাডভোকেট রবিউল করিম রবি আহ্বায়ক এবং আতিকুর রহমান মৃধা পরিচালকের দায়িত্ব পালন করেন । সার্বিক তত্বাবধান করেন প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, মাহফুজুর রহমান, ফাদার সুব্রত, আব্দুর রাজ্জাক, মোতালেব হোসেন প্রমুখ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *