নাটোরে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

নাটোর অফিস॥
নিম্ন আয়ের ও কর্মহীন মানুষদের জন্য নাটোরে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। এখন থেকে সপ্তাহের রবিবার , মঙ্গলবার ও বৃহস্পতিবার শহরের ৫টি স্পটে এই চাল বিক্রি করা হবে।

আজ রোববার(৫ই এপ্রিল) সকাল থেকে নাটোর শহরের কাচারী মাঠে চাল বিক্রির উদ্বোধন করেন নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোর পৌরসভার ১,২,৩,৪, ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা প্রথম দিন চাল ক্রয় করেছেন কাচারী মাঠ থেকে।

এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পৌর মেয়র উমা চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর ফরহাস হোসেন প্রমুখ।

নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম জানান, প্রতিদিন ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল দেওয়া হবে। প্রতিদিন ৫ জন ডিলার ২ টন করে চাল বিক্রি করবেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সরকারের এই খাদ্যবান্ধব কর্মসুচী অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *