নাটোরের গুরুদাসপুরে ২৫০ চা বিক্রেতাকে খাবার দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর, নাটোর॥
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া দরিদ্র চা দোকানদারদের মাঝে গুরুদাসপুর থানা পুলিশের বেতনের টাকায় কেনা চাল, ডাল সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সদরের গুরুদাসপুর বাজার, চাঁচকৈড় বাজার, কাচারিপাড়াসহ বিভিন্ন স্থানে ২৫০ চা দোকানদারদের দোকানপ্রতি ৫ কেজি চাল, এক কেজি ডাল, আধালিটার সয়াবিন তেল, এক কেজি আলু এবং পরিচ্ছনতার জন্য একটি করে সাবান প্রদান করা হয়।

এ প্রসঙ্গে ওসি মোজাহারুল ইসলাম জানান, করোনা সংকটের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এভাবে দাঁড়ানো উচিত। গুরুদাসপুর থানার সকল স্টাফদের আন্তরিক ধন্যবাদ। তাদের সকলের সম্মিলিত উদ্যোগের ফলে আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *