নাটোরে দেরীতে এসএসসি পরীক্ষা দিলো ৩২ পরীক্ষার্থী

নাটোর অফিস॥
কক্ষ পরিদর্শক দেরীতে প্রশ্নপত্র দেয়ায় নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২জন এসএসসি পরীক্ষার্থী ২০ মিনিট দেরীতে বাংলা ১ম পত্রের লিখিত পরীক্ষা শুরু করে। তবে নির্ধারিত সময়েই তাদের উত্তরপত্র নিয়েছেন কক্ষ পরিদর্শক।

সোমবার নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০৩ নম্বর কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই কক্ষে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও নাটোর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের ৩২ জন পরীক্ষার্থী অংশ নেন।
সোমবার সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নের সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনী পরীক্ষা শেষে ৩২ পরীক্ষার্থীর থেকে উত্তরপত্র ফেরত নেন কক্ষ পরিদর্শক। এর পর ১০টা ৩০ মিনিট থেকে প্রায় ২০ মিনিট অতিবাহিত হলেও প্রশ্নপত্র সরবরাহের ঘন্টা না দেয়ার অজুহাতে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার প্রশ্ন সরবরাহ করেননি দায়িত্বরত কক্ষ পরিদর্শক। পরে বিদ্যালয়টির এক শিক্ষিকা এসে দ্রুত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করলে তারা লেখা শুরু করে। তিনি জানান, লিখিত প্রশ্ন সরবরাহের জন্য ঘন্টা বাজানো হয় না ওই পরীক্ষাকেন্দ্রে।

অভিভাবকদের অভিযোগ , কিভাবে পরীক্ষা পরিচালনা করতে হয়, তা ভলোমতো কক্ষ পরিদর্শকদের না জানানোয় অনাকাঙ্খিত এ ঘটনা ঘটেছে।

তবে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বিলম্বে পরীক্ষা গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, আগামীতে যেনো এমন ঘটনার পুনরাবৃতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে প্রতিটি কেন্দ্রে নির্দেশনা দেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *